মো: মহিদ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ২৩ মে শুক্রবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে এই প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। এসময় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিকসহ, ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।