নতুন নোটে থাকবে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

0
100
নতুন নোটে থাকবে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর
নতুন নোটে থাকবে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

আলোকিত ডেস্ক:

পবিত্র ঈদ-উল-আজহার আগেই নতুন তিন ধরনের টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। নতুন নকশার এই তিন ধরনের নোটের ছাপা চলছে গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালে। তবে এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না; এর পরিবর্তে প্রাকৃতিক দৃশ্যের ছবি থাকবে।

২৪ মে শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ঋণ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আহসান এইচ মনসুর বলেন, “আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে। তিনটি নোট শিগগিরই বাজারে আসছে। এগুলো হচ্ছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। ঈদের আগেই এসব নোট আপনারা দেখতে পাবেন। নতুন নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন, প্রাণী প্রভৃতির ছবি থাকবে।”

টাকায় মসজিদ-মন্দির-প্যাগোডার মতো ধর্মীয় স্থাপনার ছবি থাকবে কি-না জানতে চাইলে গভর্নর বলেন, “ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যেসব স্থাপনা রয়েছে সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক বা মন্দিরই হোক, সেখানে আমরা কোনো পার্থক্য দেখছি না।”

২০ টাকার নোটে থাকবে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি। ৫০ টাকার নোটে যুক্ত হবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবি। বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত থাকবে ১০০০ টাকার নোট।

প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং অন্যান্য শাখা ও পরে ব্যাংকগুলোকে এই টাকা দেওয়া হবে। ঈদের ছুটি শুরুর আগে সীমিতসংখ্যক নোট ছাড়া হতে পারে। নতুন টাকার চাহিদার তুলনায় ছাপা হচ্ছে কম।

আলোকিত প্রতিদিন/২৪মে ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here