শাহরুখ খান নাকি শাকিব খান!

0
68

বিনোদন, চলতি বছরে মেট গালায় শাহরুখ খানের উপস্থিতি ছিল ঐতিহাসিক। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে কিছুদিন আগে বিশ্বমানের এই ফ্যাশন ইভেন্টে ইতিহাস গড়েন তিনি। ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে মেট গালা ২০২৫-এর লালগালিচায় পা রেখে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড এই বাদশা।

এসময় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ।

তাঁর পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট। গলায় হীরা, পান্না ও সোনার গয়না; বিশেষ নজর কাড়ে হীরাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতে আংটি, ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ। সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।
এবার যেন ঢালিউড সুপারস্টার শাকিব খান দেখা দিলেন সেই একই রকম লুকে! শুক্রবার সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন এই নায়ক। যেখানে তাকে দেখা গেলে ‘ব্ল্যাক স্টাইল’ থিমে।

হঠাৎ শাকিব খানের এমন লুকের কারণ কী! আজ শুক্রবার সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন  সুপার স্টার সাকিব খান।

সেখানে এমন লুকেই ধরা দেন সুপারস্টার। শুধু তাই নয়, এদিন নিজের অভিনীত সিনেমার গানে স্টেজ পারফরমও করেন শাকিব খান।

তবে কেউ কেউ ধারণা করছেন, মেট গালার লাল গালিচায় শাহরুখ খানের লুক রিক্রিয়েট করছেন শাকিব খান। যেহেতু তিনি নিজেও এই বলিউড অভিনেতার একজন ফ্যান। আবার অনেকেই বলছেন, কে সেরা? শাহরুখ খান নাকি শাকিব খান!

এদিকে আসন্ন ঈদুল আজহায় ‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, ডা. এজাজ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here