মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ২৫ মে শনিবার দিবাগত রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ গুলির ঘটনা ঘটে। আহত দু’জন হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) এবং আজাদ হোসেন (২৬)।
বিজিবি এবং স্থানীয়সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়লে দু’জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জিয়াউর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন কারণে তারা ভারত অংশে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে এ বিষয়ে আমরা বিস্তারিত জানার পর জানাতে পারবো।
আলোকিত প্রতিদিন/২৫মে ২০২৫/মওম