সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: টাঙ্গাইল সদরের কাতুলি ইউনিয়নের চারাবাড়ি ঘাট এবং দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২৫ মে) বিকেলে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, (সংশোধিত ২০২৩) এর ৫(১) এর ৭ ক(খ) ধারায় ৭ দিনের কারাদন্ড ও প্রত্যেককে ৫০০০০/- ( পঞ্চাশ হাজার) টাকা জরিমানা (অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড) করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি