গাছের চরিত্রে অভিনয় করতেও প্রস্তুত জাহ্নবী কাপুর!

0
63
গাছের চরিত্রে অভিনয় করতেও প্রস্তুত জাহ্নবী কাপুর!
গাছের চরিত্রে অভিনয় করতেও প্রস্তুত জাহ্নবী কাপুর!

বিনোদন ডেস্ক:

প্রথমবারের মতো নিজের সিনেমার স্ক্রিনিং হয়েছে কান চলচ্চিত্র উৎসবে, পেয়েছেন নয় মিনিটের করতালি। স্বভাবতই এখন উড়ছেন জাহ্নবী কাপুর।

নিজের সিনেমার এমন দারুণ স্ক্রিনিংয়ে জাহ্নবী ‘হোমবাউন্ড’ সিনেমার নির্মাতার প্রতি এতটাই কৃতজ্ঞ যে, তার পরবর্তী সিনেমায় একটা গাছের চরিত্রে অভিনয় করতেও তিনি দ্বিধা করবেন না বলে জানিয়েছেন।

এই সিনেমার নির্মাতা নীরজ ঘায়ওয়ানের সঙ্গে এটাই প্রথম কাজ জাহ্নবীর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীদেবী-তনয়া। এমনকি উল্লেখ করেছেন যে, নীরজের পরবর্তী ছবিতে ‘একটি গাছ’-এর চরিত্রে অভিনয় করতেও তার আপত্তি নেই!

কান সৈকতে জাহ্নবী কাপুরডেডলাইন হলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, ‘হোমবাউন্ড’-এর স্ক্রিপ্ট দ্বারা তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। স্ক্রিপ্ট পড়েই তিনি সিদ্ধান্ত নেন, এই সিনেমাটি তাকে যেকোনও উপায়ে হোক করতেই হবে। তিনি এটাও জানিয়েছেন যে, নীরজের সঙ্গে কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কারণ, তিনি বিশ্বাস করেন, নীরজ ভারতের অন্যতম একজন সেরা পরিচালক।

‘হোমবাউন্ড’ ছবির শুটিং শেষ করার পর পরিচালককে তিনি যে বার্তা পাঠিয়েছিলেন, সেটিও প্রকাশ করেন এই অভিনেত্রী।

জাহ্নবী বলেন, “এই ছবির শুটিং শেষ করার পরে আমি তাকে মেসেজ করে বলেছিলাম যে ‘তোমার পরবর্তী  ছবিতে যদি আমাকে একটি গাছের চরিত্রে অভিনয় করতে হয়, তাহলেও আমার আপত্তি নেই! আমাকে কেবল তোমার সিনেমায় রেখো।” ‘ধড়ক’ অভিনেত্রী মনে করেন যে, নীরজের সেটে থাকা এবং তার দ্বারা পরিচালিত সিনেমার অংশ হওয়াই বিরাট এক সম্মানের বিষয়। বলা প্রয়োজন, ‘হোমবাউন্ড’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হয়েছিল। প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে এটি ৯ মিনিটের করতালি পেয়েছে। আন্তর্জাতিক সিনেমা বিশ্লেষকদের কাছ থেকে সিনেমার গল্প এবং অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, জাহ্নবী কাপুর ছাড়াও এতে অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া প্রমুখ।করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র যৌথভাবে এই সিনেমাটি প্রযোজনা করেছেন। এটি সহ-প্রযোজনা করেছেন মারিজকে ডিসুজা এবং মেলিতা তোস্কান ডু প্লান্টিয়ার। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন মার্টিন স্করসেস।

সূত্র: পিঙ্কভিলা

আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here