মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সাড়াশি অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ভূইয়া রেস্ট হাউজের মালিক জসিম ভূইয়া (৪৪)ও নয়ন আক্তার (৪৫) নামের এক পতিতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জসিম ভূইয়া জেলার আখাউড়া থানার কুড়িপাইকা গ্রামের রেয়াছত আলী ভূইয়ার ছেলে এবং নয়ন আক্তার জেলার সদর থানার সেন্দ (নোয়াআটির) মৃত হরমুজ আলীর মেয়ে। পুলিশের মিডিয়া ব্রিফিং থেকে জানা যায়, ২৭ মে মঙ্গলবার দুপুর ১২ঃ ৫০ মিনিটের দিকে সড়ক বাজারস্হ ভূইয়া রেস্ট হাউজে অভিযান চালায় পুলিশ। এসময় আটককৃত দুজন রেস্ট হাউজের দোতলার একই কক্ষে
অবৈধ ভাবে অবস্থান করছিলেন তাদেরকে অবৈধভাবে এবং অসামাজিক কাজে লিপ্ত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এ ব্যাপারে পুলিশকে কোন যুক্তিসঙ্গত কিংবা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এই ধরনের আমলযোগ্য অপরাধে জড়িত থাকায় তাদের দুজনের বিরুদ্ধে ফৌঃকাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার পূর্বক পেনাল কোডের ২৯০ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আটকৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম