বিনোদন ডেস্ক:
কলম্বিয়ান পপস্টার শাকিরা মঞ্চে সংগীত পরিবেশন মানেই নৃত্যে মাতোয়ারা হওয়া। সুমধুর কণ্ঠ এবং নৃত্যের প্রতি পদক্ষেপে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। তেমনই এক পারফরম্যান্স চলাকালে বিপত্তি ঘটেছে। কানাডার মন্ট্রিলে গানের সঙ্গে নাচতে মঞ্চ থেকে পড়ে গেলেন শাকিরা। পড়ে গিয়েও তার ভ্রূক্ষেপ নেই। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ফিরলেন নিজের নৃত্য উন্মাদনা নিয়ে।
এ দুর্ঘটনায় শাকিরার অনুরাগীরা প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চে তার সঙ্গে সঙ্গে মঞ্চে ফিরে আসা দেখে প্রশংসায় ভাসিয়েছেন। সবার মুখে একটাই কথা-এভাবেও ফিরে আসা যায়!
নিজের গানের অনুষ্ঠান করতে বিশ্বভ্রমণ করছেন পপস্টার শাকিরা, যার নাম ‘লাস মুহেরেস ইয়া নো লোরান’। কনসার্টের এই নামের বাংলা দাঁড়ায়, ‘মেয়েরা আর কাঁদবে না’। এতে যারা নারীবাদের গন্ধ পাচ্ছেন, তারা অনেকেই দিনকয়েক আগে ভিড় করেছিলেন কানাডার মন্ট্রিলের সেই অনুষ্ঠানে। সেখানে শাকিরা গাইছিলেন তার গাওয়া সুপারহিট গান- ‘হোয়েনএভার, হোয়ারএভার’। সেই গানের সঙ্গে সঙ্গে স্টেজে আবেদনময়ী নৃত্য তুলে মোহিত হচ্ছিলেন দর্শকরা। তারই মাঝে ঘটে গেল বিপত্তি। নাচতে নাচতে ভারসাম্য হারিয়ে একেবারে ‘পপাত চ মমার চ।’ দর্শকাসনে তখন হা-হুতাশ। কিন্তু পড়ে গিয়েও শাকিরা একমুহূর্তের জন্যও যন্ত্রণা বুঝতে দিলেন না কাউকে। যেন কিছু ঘটেইনি, এমনই একভাব তার। কত বড় পারফর্মার হলে মুহূর্তের মধ্যে নিজেকে এভাবে সামাল দেওয়া যায়, তা ফের বোঝালেন পপ তারকা।
এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার ভাসছে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় শাকিরার অনুরাগীরা লিখছেন, ‘আপনি রানি!’ কারও আবার মন্তব্য, ‘আপনার শক্তিই আপনার সৌন্দর্য।’ কেউ আবার লিখেছেন, ‘পেশাদারিত্ব কাকে বলে, তার চূড়ান্ত নিদর্শন দেখালেন তিনি।‘
আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম