বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সদর উপজেলায় শুভ উদ্বোধন হয়েছে ভূমি মেলা

0
53
বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সদর উপজেলায় শুভ উদ্বোধন হয়েছে ভূমি মেলা
বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সদর উপজেলায় শুভ উদ্বোধন হয়েছে ভূমি মেলা
আবু সায়েমঃ
জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে কক্সবাজার জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদরে  উদ্বোধন  হয়েছে ৩ দিন ব্যাপি ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা  উড়িয়ে মেলার শুভ  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  নিজাম উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার  নিলুফা ইয়াসমিন চৌধুরী ও ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার  বিমল চাকমা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) সদর,কক্সবাজার  শারমিন সুলতানা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  নিজাম উদ্দিন বলেন, ভূমি সেবা সহজ করা হয়েছে। কোন প্রকার ভোগান্তি ছাড়া অনলাইনের মাধ্যমে সব কিছু করা যাবে। তাই অতিরিক্ত টাকা দিয়ে কেউ ভূমি সেবা নেওয়ার চেষ্টা করবেন না। জনবান্ধব ভূমি সেবা জনসাধারনের দোর গোড়ায়  পৌঁছে দিতে সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলায়ও তিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
তিনি আরো বলেন, ভূমি আমাদের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ তাই ভূমির বিষয়ে আমাদের সকলকে জানতে হবে।এসময় তিনি কর্মরত কর্মকর্তাগণকে জনগণকে আন্তরিক সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এদিকে  ভূমি মেলা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে মেলায় কর পরিশোধ করা সেবা গ্রহিতাদের মাঝে সহজীকরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭মে ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here