হাসনাতের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও মামলার বাদীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

0
67
কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মামলার বাদী খন্দকার আল আমিন ও তার অনুসারীরা। সোমবার (২৭ মে) দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খন্দকার আল আমিন বলেন, “জুলাই আন্দোলনের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ও হত্যা চেষ্টার মামলার অন্যতম আসামি গাজীপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজীব, ভাওয়ালগড় ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাজু আহমেদ (বাবু) এবং আওয়ামী লীগের দোসর অর্থদাতা সেলিম খুইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী খন্দকার আল আমিনকে প্রাণনাশের হুমকি ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
খন্দকার আল আমিন এই মামলার বাদী এবং তিনি গাজীপুর সদর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা। মানববন্ধনে বক্তারা দাবি করেন, মামলায় অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এখনও গ্রেপ্তার হয়নি। তারা মামলার বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং ন্যায়ের পথে বাধা সৃষ্টি করছে।
উল্লেখ্য, গত ৪ মে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে হাসনাত আহত হন এবং গাড়ির গ্লাস ভেঙে যায়। পরদিন ৫ মে খন্দকার আল আমিন বাসন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পরে পুলিশ জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলায় মোট ৮৬ জনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, খন্দকার আল আমিনের বিরুদ্ধে স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসীর অভিযোগ রয়েছে, তিনি মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন এবং চাঁদা দাবি করছেন। গত ২৩ মে এলাকাবাসী তার বিরুদ্ধে এক মানববন্ধন করেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধনে উত্তপ্ত হয়ে উঠছে গাজীপুরের স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here