আদিত্যের বাড়িতে নারী ভক্ত, পুলিশে ধরিয়ে দিলেন অভিনেতা

0
75
আদিত্যের বাড়িতে নারী ভক্ত, পুলিশে ধরিয়ে দিলেন অভিনেতা
আদিত্যের বাড়িতে নারী ভক্ত, পুলিশে ধরিয়ে দিলেন অভিনেতা

বিনোদন ডেস্ক:

শুধু তারকারাই নয়, তাদের ভক্তরাও খবরের শিরোনাম হন কখনও কখনও ; যার নেপথ্যে থাকে বেশ কিছু উদ্ভট কাণ্ড। বিশেষ করে বি-টাউনে এমন ঘটনা যেন নিত্যনৈমিত্তিক। বলিউড তারকাদের সঙ্গে কিছু ভক্তরা এমন কাণ্ড করে বসেন, যার জেরে তারকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে।

কিছুদিন আগেই ভাইজান সালমান খানের বাড়িতে অজ্ঞাত দুই ব্যক্তির প্রবেশের ঘটনা ঘটে। ফলে সালমানের নিরাপত্তা ও  সুরক্ষা বলয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশ তাদের আটকের পর যদিও জানা যায়, তারা সালমান খানের ভক্ত।

এবার কয়েকদিনের ব্যবধানে প্রায় একই ঘটনা ঘটল বি-টাউনে। ভাইজানের পর এক নারী ভক্ত সরাসরি উপস্থিত হলেন অভিনেতা আদিত্য কাপুরের বাড়ির দরজায়। তবে খালি হাতে যাননি অভিনেতার বাড়িতে; নিয়ে গিয়েছিলেন উপহার। কিন্তু, সেই নারীভক্তও ছিলেন খানিকটা নাছোড় বান্ধা। যার পরিণাম গেল খারাপের দিকেই।

গত সোমবার সন্ধ্যায় শুটিংয়ের জন্য আদিত্য বাড়ির বাইরে ছিলেন। তখনই নায়কের বাড়িতে হাজির হন এক নারীভক্ত। বাড়ির পরিচারিকা দরজা খুলতেই হকচকিয়ে যান। পরিচারিকাকে সেই নারীভক্ত জানান, তিনি আদিত্যর অন্ধ ভক্ত। একগুচ্ছ উপহার নিয়ে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন।

মনে কিছুটা দ্বিধা নিয়েই আদিত্যের পরিচারিকা তাকে বাড়ির ভেতর প্রবেশ করার অনুমতি দেন। তবে বিপত্তি তৈরি হয় আদিত্য বাড়ি ফেরার পর। বাড়ির পরিচারিকা ওই নারীভক্তের সম্পর্কে জানালে আদিত্য তার সঙ্গে দেখা করতে নারাজ হন। এরপর ওই নারীকে চলে যেতে বলেন অভিনেতা, কিন্তু কিছুতেই যেতে চান না সেই নারী।

পরে সোসাইটি নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগাযোগ করে পুলিশে খবর দেওয়া হয়। এরপর মুম্বাই পুলিশের একটি টিম দ্রুত অভিনেতার বাড়িতে গিয়ে সেই নারীকে আটক করে।  ভারতীয় গণমাধ্যমের খবর, ঘজালা সিদ্দিকী নামের ওই নারীকে বিনা অনুমতিতে অভিনেতার বাড়িতে প্রবেশ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রাথমিক জেরায় জানা গেছে, ওই নারী নাকি দুবাইয়ের বাসিন্দা। আদিত্যর অন্ধভক্ত তিনি। তবে এটাই একমাত্র কারণ নাকি এর পেছনে আছে অন্য কোনও রহস্য,সেটা জানা যাবে তদন্তের পর।

আলোকিত প্রতিদিন/২৮মে ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here