আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরের বাঁশের সাঁকু ভেঙ্গে যাওয়ায় সাত গ্রামের মানুষের দুর্ভোগ

-Advertisement-

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রায় শত মিটার দীর্ঘ বাঁশের সাঁকোটি হঠাৎ ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। নবীনগর সদরের সাথে ফতেহপুরসহ আশে-পাশের সাতটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য  দীর্ঘদিন যাবত এই বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল ছিলেন।
সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের মালামাল পরিবহনে ও বিরম্বনার সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানান- তারা প্রতিবছর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করে থাকেন। কিন্ত এটি স্থায়ী সমাধান নয়। ইতিমধ্যে একাধিকবার পাকা সেতুর দাবিতে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এলাকাবাসী অবিলম্ব একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবী জানিয়েছেন। যাতে সাত গ্রামের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।
আলোকিত প্রতিদিন/২৮মে ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -