সাবেক দুই স্ত্রীর আচরণে বিরক্ত শাকিব খান!

0
63

বিনোদন প্রতিবেদক, সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে অনেকটাই বিপাকে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নেটদুনিয়ায় অপু-বুবলীর ‘ঠান্ডা’ কথার যুদ্ধ এখন বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আর এ নিয়ে নিয়মিত সংবাদের শিরোনামও হচ্ছেন তারা। সেখানে চলে আসছে শাকিব খানের নামটিও।

সম্প্রতি আরও একবার এই পথে হাঁটলেন এই দুই নায়িকা। আর এতে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং শাকিব! গতকাল মঙ্গলবার দুপুরে শাকিব খান ও তার ছোট ছেলে শেহজাদ খান বীরের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেন বুবলী। পাঁচটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’

ঠিক এক ঘণ্টার মধ্যে অপু বিশ্বাসও তার ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিবের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের খুনসুটি, মমত্ববোধ আর মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে থাকে।’

তাদের এই দুই পোস্ট নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, সময় সময় শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর এমন ‘অনলাইন প্রতিযোগিতা’ কেবল বিরক্তিকরই নয়, বরং বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে মিডিয়া সার্কাসে পরিণত করছে। আবার কারো মতে, যাদের (অপু-বুবলী) একসময় শাকিবকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে, তারাই এখন নিজের সন্তানকে সামনে এনে শাকিবের ‘পরিবারের অংশ’ দাবি করছেন।

এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শাকিব নিজেই দুই প্রাক্তন সঙ্গীর আচরণে চরম বিরক্ত। যদিও দুই সন্তানের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকেই তিনি সবকিছু মেনে নিচ্ছেন।

সূত্রটি আরও জানিয়েছে, অপু-বুবলীর সঙ্গে শাকিবের মানসিক দূরত্ব এখন দুই মেরুতে পৌঁছেছে এবং ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই ফের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আর নেই।

এছাড়াও একাধিক সাক্ষাৎকারে শাকিব স্পষ্ট করেছেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী তার জীবনের অতীত এবং তারা যে সম্মান পান, তা কেবলই তার সন্তানদের মা হিসেবে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here