টাঙ্গাইলে ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতার স্ত্রী ও ২ সহযোগী গ্রেপ্তার

0
416
টাঙ্গাইলে ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতার স্ত্রী ও ২ সহযোগী গ্রেপ্তার
টাঙ্গাইলে ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতার স্ত্রী ও ২ সহযোগী গ্রেপ্তার
সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কণাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল ২৮ মে বুধবার রাতে উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারের ভাড়া বাসা থেকে ৭০পিস ইয়াবাসহ রুবিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুই সহযোগী হলেন, পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার স্বপন মিয়া (৪৮) এবং পাশের সখীপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ি গ্রামের সজীব দেওয়ান (৩১)।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ‘নারীসহ তিনজনের নামে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’
আলোকিত প্রতিদিন/২৯মে ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here