আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আইপিএল ফাইনালে আরসিবি না জিতলে স্বামীকে ডির্ভোস দিবো!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

খেলাধুলা ডেস্ক, ২০১৬ সালের পর অবশেষে আবার আইপিএল ফাইনালে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনবারের রানার্স-আপ দলটি এবার কি পারবে বহু প্রতীক্ষিত শিরোপা জয়ের খরা কাটাতে? এই প্রশ্নই এখন ঘুরছে কোটি ভক্তের মনে জাগছে। পাঞ্জাব কিংসকে প্রথম কোয়ালিফায়ারে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে রীতিমতো দাপটের সাথেই ফাইনালে উঠেছে কোহলির দল। ৩ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ম্যাচটি মুল্লানপুরে হলেও গ্যালারিতে যেন ছিল বেঙ্গালুরুর ঘরের মাঠের আবহ। অসংখ্য আরসিবি সমর্থকের গর্জনে মুখর হয়ে উঠেছিল স্টেডিয়াম। আবেগের এমনই বহিঃপ্রকাশ ঘটেছে যে, এক নারী ভক্তের একটি পোস্টার ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। পোস্টারে লেখা ছিলো, ‘‌আরসিবি ফাইনাল না জিতলে স্বামীকে ডিভোর্স দেবো আমি।

শাড়ি পরিহিতা সেই নারী ভক্তের হাতে থাকা হলুদ রঙের প্ল্যাকার্ডে লেখা বার্তাটি ক্যামেরায় ধরা পড়ার পরপরই ভাইরাল হয়। কেউ কেউ হাসির ইমোজিতে মন্তব্য করছেন, কেউ আবার লিখছেন, “আরসিবি জিতুক না জিতুক উনার ডিভোর্স হওয়া চাইই চাই!” এমন প্রতিক্রিয়াই যেন প্রমাণ করে দেয় এই দলটির সমর্থন শুধুই ক্রিকেট নয়, এটি এক গভীর আবেগের নাম জড়িয়ে আছে।

উল্লেখ্য, আরসিবি এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ এই তিনবার ফাইনালে উঠেছিল, কিন্তু প্রতিবারই শিরোপার খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে। এবার ২০২৫ সালে চতুর্থবারের মতো তারা ফাইনালে উঠল। এবার কি তবে ভাগ্যের চাকা ঘুরবে।
আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -