আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বাণিজ্যিক সিনেমাকে ‘বিদায়’ জানালেন কোয়েল মল্লিক!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন, ‘নাটের গুরু’ দিয়ে শুরু, এরপর পেরিয়ে গেল ২২ বছর। এখনো দর্শক মনে সতেজ কোয়েল মল্লিক। তবে খন আর সচরাচর পর্দায় দেখা যায় না তাকে। গতকাল মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’।

 

নতুন করে সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এমন অনেক ছবি আছে যেগুলো বক্স অফিসে সফলও হয়। আর এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে চাই, যখন এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে ভাবনাচিন্তা হচ্ছিল তখন নানা বিষয় উঠে এসেছিল।

 

ক্যারিয়ারের রজত জয়ন্তী নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে কোয়েল বললেন, আমার তো মনে হয় এই সবে কাজ শুরু করলাম, কীভাবে এত বছর পেরিয়ে গেল বুঝতে পারলাম না আমি।

মেইনস্ট্রিম বাংলা ছবির নায়িকা, যার চাহিদা এখনও তুঙ্গে। তবে সাক্ষাতকারে কোয়েল বাণিজ্যিক সিনেমায় ইতি টানার ইঙ্গিত দিয়েছন। তিনি বলেন, ওই ছবিগুলোর জন্যই আজকের আমি এখানে। দ্যাট মেইড মি। এখন অনেক বছর পেরিয়ে গেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি।

এই ধরনের ছবির কোটা আমার শেষ বলা যায়। দেখতে চাই, নতুনরা কেমন করছে। যদিও আগের থেকে তেমন বাণিজ্যিক ছবির সংখ্যা কমেছে, তবুও আমি মনে করি সব ধরনের ছবির ব্যালেন্স দরকার। 

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -