আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে মানিকগঞ্জে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় আজ মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অটস্টিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব। জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আক্তার বন্যা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, এমডিপিওডির প্রধান মোঃ এন্তাজ আলী, ডি আর আর এর প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সুইট বাংলাদেশের শারমিন আরা। ক্রীড়া উৎসবে মানিকগঞ্জ জেলার তিনটি বিশেষায়িত বিদ্যালয়ের মোট ৬০ জন শিশু প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। উৎসবটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিরা সবাই এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/০২জুন ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -