আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার: আন্দালিব রহমান পার্থ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি, অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচনের ডেট দিয়ে দিন সবকিছু লাইনের মধ্যে চলে আসবে। নির্বাচনই সব সমাধান হয়তো না, তবে জনগণকে ক্ষমতায়নের জন্যই নির্বাচন, এটিই সবচেয়ে বড় সংস্কার। এখন যে সংস্কার চলছে, সেটা কীসের সংস্কার। এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার কি না? গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে গণঅধিকার পরিষদের এক অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, ইউনূস সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়। উপদেষ্টা পরিষদে কোনো রাজনীতিবিদ নাই, মানুষ উপদেষ্টাদের চেনে না আর এখন। ডিসেম্বরে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টাই প্রথম বলেছেন, তাঁর ওয়াদা রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বর্তমানে যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন এখন, সাধারণ মানুষের কী সংস্কারের একটা প্রস্তাব আসছে। আজকে ২ লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কারে তো কোনো কথা বলেননি। আজকে ব্যবসায়ীরা হাহাকার, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এখন, তাদের কথা বলার কোনো জায়গা নেই।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -