আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০০ আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপান্তর মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, বিমানবন্দরের খুব কাছেই উড়োজাহাজটি ভেঙে পড়েছে। টেক অফের সময় একটা গাছে ধাক্কা লাগে উড়োজাহাজটির পিছনের অংশ। তার কিছুক্ষণ পরই ওই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে রয়েছে দমকলের অন্তত সাতটি গাড়ি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
আলোকিত প্রতিদিন/১২জুন ২০২৫/মওম