বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করছে ইসরায়েল

0
44
বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করছে ইসরায়েল
বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত প্রদান করা হবে না। তবে দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে-কিছু জানানো হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার জেরে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেলআবিব। এছাড়া দূতাবাস এবং কূটনীতিকদের নিরাপত্তাও এর অন্যতম কারণ হতে পারে।

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here