আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ থেকে উদ্ধারের পর যশোরে অভিনেতা সমু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

এরপর দিবাগত রাত তিনটার দিকে সমু চৌধুরীর কাছে যান তার চাচাতো ভাই রাইসুল ইসলাম এবং অভিনয়শিল্পী সংঘের দুই সদস্য সুজাত শিমুল এবং জুলফিকার চঞ্চল। পরে প্রশাসনের উপস্থিতিতে সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়; ফিরে আসেন ঢাকায়। দিনভর এই নাটকীয়তার পর ঢাকায় ফিরে এক আবেগঘন সিদ্ধান্ত নেন সমু চৌধুরী। জানা যায়, যশোরে মায়ের কাছে ফিরে যান এই অভিনেতা। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় ফিরে শুক্রবার সকালেই যশোরের পথে রওনা হন সমু। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই রাইসুল। তার অভিমত, দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরেই যেন সব বিভ্রান্তি ভুলে শান্তির পরশ খুঁজে পেতেই নাকি এই সিদ্ধান্ত অভিনেতার।

রাইসুল জানান, সকাল ১০টার দিকে সমু চৌধুরীকে নিয়ে যশোরের নতুন বাজারের আরএন রোডের বাসায় পৌঁছান। তার কথায়, ‘সারা রাত জার্নি করার কারণে ভাইয়া এখন বিশ্রাম নিচ্ছেন। মায়ের কাছে আছেন।’

রাইসুল এও জানান, সমু চৌধুরী মাজারভক্ত। কাজ না থাকলে প্রায় সময় তিনি মাজারে যান। এবার ঈদ কাটিয়েছেন যশোরে, মায়ের সঙ্গে। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার যশোর থেকে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন তিনি। পরদিন পরিচিত একজনের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে যান, এক কাপড়ে। তিনি অভিনেতা হলেও সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/১৩জুন ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -