আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করল ইসরায়েল

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের।

বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাতে আলজাজিরা জানিয়েছে, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ফের খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি।

বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার এবং যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।

এদিকে লেবানন, জর্দানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ আজ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে বলে জানিয়েছে।

- Advertisement -

শুক্রবার ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল। এই হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাসহ উচ্চপদস্থ ২০ কমান্ডার নিহত হন। এ ছাড়া দেশটির ৬ পরমাণুবিজ্ঞানীকে হামলায় নিহত হয়েছেন। এর জবাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করে ইরান। আজ শনিবার দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

আলোকিত প্রতিদিন/১৪জুন ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -