ইরান বলে শুরু মাত্র, ইসরায়েল বলে রুখে দিয়েছি

0
38

আলোকিত ডেস্ক,  ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে দুই দেশ থেকেই এসেছে ভিন্নমুখী দাবি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র বিমূর্ত আকাশেই থেমে গেছে—সবগুলোই প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “গত এক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর বেশিরভাগই আকাশেই ধ্বংস করা হয়। কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।”

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ দাবি করেছে, তেহরানের ভেতরে একাধিক কার বোমা বিস্ফোরণ ঘটেছে, যার পেছনে ইসরায়েল-সম্পৃক্ত নাশকতাকারীরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই পাল্টাপাল্টি হামলা ও দাবির মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশই তাদের নিজ নিজ অবস্থানে অনড়, আর আন্তর্জাতিক পর্যায়ে চলছে উদ্বেগ আর আলোচনা।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here