আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। বুধবার সকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবের নেতৃত্বে কলেজ চত্বরে কাঁঠাল, কামরাঙ্গা, পেয়ারা, অর্জুন, মেহগনি, কামেনী, হরতকি ও নিম গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সিয়াম হোসেন, মো. সজিব হোসেন, মো. নাজমুল, মো. সবুজ হোসেন, মো. রকিবুল ইসলাম দিদার, মো. রাতুল, মো. টুটুলসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) জনাব নিতাই কুমার ঘোষ, দর্শন বিভাগের প্রভাষক মো. আজিম মিয়া, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশাররফ হোসেন ও মো. আখতারুল ইসলাম। জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বানে মানিকগঞ্জ জেলা ছাত্রদল এই কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের প্রতিটি অঞ্চলে সবুজ পরিবেশ গড়ে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চলমান থাকবে। এ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোকিত প্রতিদিন/১৯জুন ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -