আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেসিডেন্ট যা বলছেন, তা দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর’: সিনেটর মার্ক ওয়ার্নার

-Advertisement-

আরো খবর

 আন্তর্জাতিক ডেস্ক:
ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলেও এখনো পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদক্ষেপ নেয়নি—এই মূল্যায়ন এখনো অপরিবর্তিত বলে জানিয়েছেন মার্কিন সিনেট গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট উপদেষ্টা সিনেটর মার্ক ওয়ার্নার।তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইসরায়েল যখন ইরানে সামরিক অভিযান চালায়, তখন দেশটি ‘অতি কাছাকাছি’ ছিল পারমাণবিক অস্ত্র পেতে।তার এ বক্তব্য সরাসরি বিরোধিতা করছে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের আগের মন্তব্যের,যেখানে তিনি বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না।’

- Advertisement -
- Advertisement -

এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘এই সপ্তাহে আমাদের আবার জানানো হয়েছে—ইসরায়েলি হামলার পরও—গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই।’

তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘টুইট-নির্ভর পররাষ্ট্রনীতি’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট যা বলছেন, তা দায়িত্বজ্ঞানহীন এবং বিভ্রান্তিকর।’সিনেটর ওয়ার্নার স্মরণ করিয়ে দেন, মার্চ মাসে তুলসি গ্যাবার্ড বলেছিলেন, ‘ইরান এখনো বোমা বানানোর পথে কোনো পদক্ষেপ নেয়নি এবং আয়াতুল্লাহ খামেনিও ২০০৩ সালে বন্ধ করা সেই কর্মসূচি আবার চালু করার অনুমতি দেননি।’যখন সাংবাদিকরা ট্রাম্পকে এসব তথ্যের কথা মনে করিয়ে দেন, তখন তিনি বলেন, ‘আমি পাত্তা দিই না সে কী বলেছে।’ওয়ার্নার বলেন, ‘প্রেসিডেন্ট যদি গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণকেই উড়িয়ে দেন, তবে জনগণ কীভাবে সত্য জানতে পারবে?’

ট্রাম্প এখনো নিশ্চিত করে বলেননি যে তিনি ইসরায়েলের সামরিক পদক্ষেপকে পূর্ণ সমর্থন দেবেন কিনা, তবে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছে।’এছাড়া তিনি বলেন, ‘খামেনিকে হত্যা করা খুব সহজ।’তবে ইরান জানিয়েছে, তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না এবং হামলা হলে পাল্টা প্রতিশোধ নেবে।উল্লেখ্য, ইসরায়েল গত সপ্তাহে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা এবং গবেষণাগারে একাধিক বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে নাতাঞ্জের সেন্ট্রিফিউজ স্থাপনাও রয়েছে।

সূত্র:এনবিসি রিউজ 
আলোকিত প্রতিদিন/২০ জুন ২০২৫/মওম 
- Advertisement -
- Advertisement -