ইরানের পাল্টা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারচ্ছন্ন ইসরাইল!

0
36

আলোকিত ডেস্ক, ইসরাইলের হামলার জবাবে ইরানের অব্যাহত পাল্টা হামলার মুখে মধ্য, দক্ষিণ ইসরাইল ও জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন কিছুতেই থামছে। এসব অঞ্চল থেকে ইসরাইলি বাসিন্দারা দিগ্বিদিক ছুটছে।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরেন বেজে উঠেছে। জেরুজালেমে সাইরেন বাজার শব্দে নেসেটের আইনপ্রণেতারা আশ্রয় নিতে ছুটে যান।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ।

আইডিএফ জানিয়েছে, আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। মধ্য ইসরাইলেও সাইরেন বাজতে পারে যে কোনো সময়ে হতে পারে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here