নুরুল হুদার মবকাণ্ডে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি: সালাহউদ্দিন!

0
49

আলোকিত ডেস্ক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার হেনস্তার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ জুন) দুপুরে বিএনপির অবস্থান “মব” সংস্কৃতির বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোনো নেতা-কর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন আমরা নেবো। এটা আমাদের অবস্থান।”

নুরুল হুদার সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “দেশের গণতন্ত্রকে ধবংস করার জন্য এবং নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করার জন্য যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা অন্যতম।”

এর আগে, রবিবার (২২ জুন) রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নূরুল হুদাকে “মব” (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পর পুলিশে সোপর্দ করা হয়।

এদিন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here