যারা দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিতে সহযোগিতা করেছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে: ফারুক

0
42
যারা দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিতে সহযোগিতা করেছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে: ফারুক
যারা দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিতে সহযোগিতা করেছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে: ফারুক

বিএনপির এই নেতা সরকারের উদ্দেশে বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বেছে নিতে দিন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষভাবে ক্ষমতা গ্রহণ করবে- সেই সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অতীতে হাসিনা কাজ করতে দেয়নি, তার পরিণাম জেলখানা, তার পরিণাম মামলা।

নেতাকর্মীদের উদ্দেশে সাবেক চিফ হুইপ বলেন, আপনাদের উদ্দেশে বলতে চাই- এখন হাসিনা নেই, এরশাদ নেই, এখন হারুন বিপ্লব নেই। এখন বাংলাদেশে আছেন ড. মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি। তার অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে দেশে সেই দল সরকার গঠন করবে, যে দল শহীদদের আত্মত্যাগকে সফল করেছে।

ইসির উদ্দেশে তিনি বলেন, আপনারা কী চেয়েছেন, আপনাদের মার্কা আমার জানার বিষয় নয়, কিন্তু পত্রিকায় দেখেছি। দয়া করে সরকার ও নির্বাচন কমিশন এমন কিছু করবেন না, যেটা বিতর্কিত হয়ে পড়ে। তাহলে নির্বাচনে সমস্যা তৈরি হতে পারে।

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য একেএম মোজাম্মেল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here