ইরানে আর কোনো হামলা হবে না: ট্রাম্প

0
40
ইরানে আর কোনো হামলা হবে না: ট্রাম্প
ইরানে আর কোনো হামলা হবে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ জুন মঙ্গলবার নিজস্ব সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ইসরায়েল আর ইরানকে আক্রমণ করতে যাচ্ছে না। যুদ্ধবিমানগুলো ‘বন্ধুত্বসূচক প্রদর্শনের’ মাধ্যমে ইরানকে শান্তির বার্তা দিয়ে ফিরে যাবে।

ট্রাম্প আরও লেখেন, কেউ আর আঘাত পাবে না। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে যে ‘তীব্র হামলার’ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায়। এরপর আবারও উত্তেজনা তৈরি হতে শুরু করে। তবে ট্রাম্প্রের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র এখন এই উত্তেজনাকে এখন শান্ত করার চূড়ান্ত উদ্যোগ নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বার্তা কেবল তেহরান নয়, নিজ দেশের ভেতরেও শান্তিপ্রিয় মহল ও কূটনীতিকদের আশ্বস্ত করার চেষ্টা। যদিও ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, তবে মার্কিন প্রেসিডেন্টের এমন সরাসরি হস্তক্ষেপ ঘটনাকে এক নতুন মোড় দিয়েছে।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here