নোয়াখালীতে ধান-চালের অবৈধ মওজুদ বিরোধী অভিযান

0
43
নোয়াখালীতে ধান-চালের অবৈধ মওজুদ বিরোধী অভিযান
নোয়াখালীতে ধান-চালের অবৈধ মওজুদ বিরোধী অভিযান

প্রতিনিধি,নোয়াখালী:

সারাদেশে চলমান ধান-চাল অবৈধ মওজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে নোয়াখালীতে এক অভিযান পরিচালনা করা হয়।

২৪ জুন মঙ্গলবার সকালে সদর উপজেলার সোনাপুর বাজারের ধানের আড়ৎদার মেসার্স নাজিমউদ্দীন ট্রেডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে ধান-চালের অবৈধ  মওজুদের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ উদ্দিন চৌধুরী।এসময় আরো উপস্থিত ছিলেন সোনাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: ছালেহ উদ্দিন ও স্হানীয় সাংবাদিকবৃন্দ।

অভিযানে আড়তদার ও ফড়িয়াদের সতর্ক করে দিয়ে আমজাদ উদ্দিন চৌধুরী বলেন,ধানের অবৈধ মওজুদ রাখা যাবে না।এসময় খাদ্য শস্যের লাইসেন্স নবায়ন করার জন্য তাগিদ দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here