শুভ জন্মবার্ষিকী, লিওনেল মেসি — নীরবতা যার শক্তি, ভালোবাসা যার ভাষা

0
57

মুহাম্মদ আবু আদিলঃ আজ ২৪ জুন। জন্মদিন আজ সেই মানুষটার, যিনি শুধু গোল করেন না,তিনি হৃদয় ভাঙেন, জোড়া লাগান। যিনি মাঠে নেমে একা বদলে দেন ম্যাচ, আবার নামের পাশে তবু রাখেন নীরবতা। লিওনেল আন্দ্রেস মেসি,এই নামটা যেন শুধু একটি পরিচয় নয়, একটা যুগের নিঃশব্দ বিপ্লব।

আর্জেন্টিনার রোজারিও শহরের সেই ক্ষুদে ছেলে থেকে আজকের বিশ্বজয়ী মেসি,এই যাত্রাটা কেবল ট্রফির নয়, কেবল রেকর্ডের নয়, এটা হলো ভাঙা স্বপ্নকে গড়ে তোলার গল্প।

ব্যালন ডিঅর, বিশ্বকাপ, কোপা আমেরিকা, শত শত গোল, হাজারো সম্মান,সব ছাপিয়ে একটা কথা বারবার মনে হয়“মেসি একটা অনুভব। মেসি একটা সময়।”

 

আপনি শুধু গোলের রেকর্ড গড়েননি, গড়েছেন ভালোবাসার এক অভূতপূর্ব ইতিহাস। আপনার পায়ের দক্ষতা, শান্ত ব্যক্তিত্ব ও নিঃশব্দ নেতৃত্বে ফুটবল পেয়েছে এক নতুন ব্যাখ্যা,যেখানে খেলার চেয়ে বড় হয়ে উঠেছে সম্মান, সততা আর আত্মনিবেদন। বিশ্ব ফুটবলের ইতিহাসে আপনার অবদান যুগ যুগ ধরে উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে।

 

মাঠের বাইরে লিওনেল মেসির জীবন অনেকটাই নিরিবিলি ও পরিপাটি। ছোটবেলার বন্ধু রোকুজ্জোকে স্ত্রী হিসেবে বেছে নেন তিনি। তাঁদের সংসারে রয়েছে তিন পুত্রসন্তান,থিয়াগো (২০১২), মাতেও (২০১৫) এবং চিরো (২০১৮)। পরিবারকে সবসময় অগ্রাধিকার দিয়ে চলেন মেসি, আর ফুটবলের গ্ল্যামার থেকে অনেকটাই দূরে রাখেন ব্যক্তিজীবনকে। বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবাস করছেন, যেখানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন।ব্যক্তিগতভাবেও তিনি দানশীল,নিজের গড়া “Leo Messi Foundation” এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা করে আসছেন বহু বছর ধরে। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছেন এই ফুটবল মহানায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here