বিশেষ প্রতিনিধি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে আজ।
এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে জানিয়ে ডিসি বলেন, আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এখন।
মো. মুহিদুল ইসলাম আরও বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নূরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এ ঘটনার পর ওইদিন রাতেই সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের সব নাগরিকের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ।একই সঙ্গে ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়।
আলোকিত প্রতিদিন/এপি