Home সাহিত্য জাতীয়তাবাদী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনীতে জাতীয়তাবাদ বিরোধী চক্রান্ত রুখে দেয়ার আহ্বান

জাতীয়তাবাদী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনীতে জাতীয়তাবাদ বিরোধী চক্রান্ত রুখে দেয়ার আহ্বান

জাতীয়তাবাদী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনীতে জাতীয়তাবাদ বিরোধী চক্রান্ত রুখে দেয়ার আহ্বান

বার্তা প্রেরক এবিএম সোহেল রশীদ: জাতীয়তাবাদী লেখক ফোরামের ঈদ পুণর্মিলনী ও সংগঠনের সভাপতি কবি শাহীন রেজার জন্মদিন গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শাহীন রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তর দশকের অন্যতম প্রধান কবি ড. মাহবুব হাসান। প্রধান বক্তা ছিলেন ফোরামের সমন্বয়ক কবি ড. শহিদ আজাদ। কবি এবিএম সোহেল রশীদ এবং শিক্ষাবিদ ও লেখিকা মিতা আলীর উপস্থাপনায় শতাধিক কবি লেখক ও সাংবাদিকের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি কামার ফরিদ, ফেরদৌস সালাম, শামীমা চৌধুরী এলিস, জাকির আবু জাফর, শাহীন চৌধুরী, প্রফেসর জে আলী, ফরিদ ভূইয়া, ক্যামেলিয়া আহমেদ, আতিক হেলাল,জালাল খান ইউসুফী, হাসিনা মমতাজ, আবীর বাঙালি, আবিদ আজম, সৈয়দ রনো, মঈন মুরসালিন, আলম বাঙ্গালী, পলি রহমান, উমর ফারুক, মালেক মাহমুদ, রবিউল মাশরাফি, সাহেদ বিপ্লব, মোহাম্মদ কুতুবউদ্দিন, শহীদুল জাহিদ, মামুন সারোয়ার, সাজেদা চৌধুরী হেলেন, রোখসানা রহমান, খালেদা সর্দার, আফিয়া রুবী, এডভোকেট শেখ মনিরুজ্জামান , মুক্তা পারভীন, কে এম কাওসার, সঞ্চয় কবির, সরকার হুমায়ুন, জাহিদ মাহমুদ, আতিকুজ্জামান খান, মুরশিদুল আলম, আবুল খায়ের, রানা হামিদ, সামান্থা, জাহাঙ্গীর যুবরাজ, লুৎফর চৌধুরী, আবু তাহের, আরিফ রহমান, শাহীন রহমান, খালিদ সাঈফ, সরদার আব্বাস উদ্দিন, সুমন রায়হান, জাহাঙ্গীর আলম, শেখ মামুন, মোহাম্মদ ইব্রাহিম, জাবেদ পাটওয়ারী, সবুজ তালুকদার, এস এম শাহানুর হোসেন, ডাঃ আনসারউদ্দিন ভুইয়া, কে এম নুরুন্নাহার, ইফতেখার গালিব, ইসলাম উদ্দিন, মাহমুদুন নবী জ্যোতি প্রমুখ।

সংগঠনের অন্যতম সংগঠক মোসলেহউদ্দীন এর ব্যবস্থাপনায় প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী চলা এই আয়োজনে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানান। প্রধান অতিথি ডঃ মাহবুব হাসান বলেন, কবি শাহীন রেজা জাতীয়তাবাদী লেখকগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার যে দুরুহ কাজ ১৯৯৯ সালে কাঁধে তুলে নিয়েছিলেন নানা চড়াই উৎরাই পার হয়ে তা আবার নতুন করে একটি সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য একটি আশার বিষয় । আমি এই সংগঠন দেশের জাতীয়তাবাদী লেখক সমাজের প্রতিনিধিত্ব করুক এই প্রত্যাশা করি।

সংগঠনের সমন্বয়ক অধ্যাপক ডঃ শহীদ আজাদ বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রধান নেতৃত্বে ছিলেন শহীদ জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার হাত ঘুরে সেই ঝান্ডা এখন তারেক রহমানের হাতে। এ মূহুর্তে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এ চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি কোনো বিদেশী প্রভুর তল্পিবাহক হিসেবে কাজ করেনা। দেশপ্রেমই তাদের শক্তির একমাত্র উৎস।

সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, এ জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির একমাত্র চালিকাশক্তি আমাদের জাতীয়তাবাদ। শহীদ জিয়া প্রতিষ্ঠিত এই আদর্শকে বুকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয়তাবাদী লেখক ফোরাম এক্ষেত্রে থিংক ট্যাংক হিসেবে কাজ করবে। মানুষের চেতনার অগ্নিমশাল হয়ে সকল দেশবিরোধী চক্রান্তকে রুখে দেবে। তিনি, সকল জাতীয়তাবাদী শক্তিকে আরো ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হওয়ার আহবান জানান।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here