জামালপুরে ৫০ টি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ 

0
48
উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ গতকাল  ২৩শে জুন, সন্ধায় জামালপুর সদর উপজেলায় দোস্ত এইডের উদ্যোগে কিছু সুবিধা বন্চিত মানু্সের মাঝে টিউবওয়েল বিতর করা হয়
দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আপনাদের জন্য সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা করে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে। যা আপনাদের জন্য আশীর্বাদ স্বরুপ। সারাবছরই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় দুস্থ মানুষের পাশে থাকার জন্য দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংস্থার সমৃদ্ধি কামনা করেন। তিনি উল্লেখ করেন, গত ঈদুল আযহাতে জামালপুর সদর উপজেলাতে অসংখ্য হতদরিদ্র, দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ, খাদ্য সামগ্রী, ঈদ পোশাক, যাকাত, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে যা উপজেলার অসহায় মানুষগুলোর জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে।
সংস্থার হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দোস্ত এইড নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে যা টেকসই উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, ফাইন্যান্স এন্ড একাউন্টস অফিসার মাজহারুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার শাকিল আহমেদ, ইয়াসিন আরাফাত সহ আরও অনেকে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here