যুদ্ধবিরতি কার্যকর হয়েছে: ইসরায়েল এবং ইরানের গণমাধ্যম

0
42
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে: ইসরায়েল এবং ইরানের গণমাধ্যম
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে: ইসরায়েল এবং ইরানের গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি। অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং ওয়াইনেট সংবাদ চ্যানেলের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরাও আর পাল্টা হামলা চালাবো না।

সূত্র: আল জাজিরা, সিএনএন

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here