চট্টগ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার: ৭

0
55

মোঃ আব্দুল ওয়াদুদ; চট্টগ্রাম: চট্টগ্রাম শহরের  চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ তাজুল ইসলাম (৩৪), রাজু চন্দ্র মল্লিক (২৮), মোঃ আরাফাত হোসেন সাগর (১৯), মোঃ সায়েদ হোসেন প্রকাশ  ফারুক (২৭), শফিকুল ইসলাম আকাশ (২০), সেলী আক্তার (২০) এবং রিমা আক্তার (২৫)। মঙ্গলবার  রাত সাড়ে ১২টায় পশ্চিম মোহরা গোলাপের দোকান এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, একটি ভবন থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম শহরে চলতি বছরে অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে। এর আগেও একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেল এবং আবাসিক ভবনে  অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে বেশ কিছু নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here