টাঙ্গাইলে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার 

0
84
টাঙ্গাইলে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার 
টাঙ্গাইলে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার 
সাইফুল ইসলাম সবুজ:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের পামওয়েল ভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তেল, ট্রাক এবং ডাকাতিতে ব্যবহৃত র‍্যাবের পোশাক ও ওয়াকি-টকি সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাজী উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলস থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের চরভাবনা এলাকায় পৌঁছালে একদল ডাকাত অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে। পরে তারা প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের তেলসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ট্রাকটির মালিক বাদী হয়ে যমুনা সেতু পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও রোড থেকে রুবেলকে এবং ঢাকার ডেমরার সারুলিয়া থেকে বাবুকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরো বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত হওয়া অর্ধ কোটি টাকার পামওয়েল, ডাকাতি হওয়া ট্রাক, র‍্যাবের পোশাক সদৃশ জ্যাকেট এবং ওয়াকি-টকি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
’ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here