নোয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

0
58
নোয়াখালী প্রতিনিধি: Ending Plastic Pollution” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১০.০০ টায় র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে  শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে  জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর উপপরিচালক মিহির লাল সরদার  জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক  জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও  অধ্যাপক ডঃ মোহাম্মদ মুহিনুজ্জামান।
এছাড়া সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার, নোয়াখালী  এর পক্ষে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ফয়েজ উদ্দিন এবং জেলা সিভিল সার্জনের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ পপি কুন্ডূ। এছাড়াও নোয়াখালী জেলার সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সভায় সক্রিয় অংশগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার। সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here