ফ্যাসিস্ট ,লুটবাজ ও চাঁদাবাজদের এদেশে ঠাই হবে না: গাইবান্ধায় ফয়জুল করীম

0
42
ফ্যাসিস্ট ,লুটবাজ ও চাঁদাবাজদের এদেশে ঠাই হবে না: গাইবান্ধায় ফয়জুল করীম
ফ্যাসিস্ট ,লুটবাজ ও চাঁদাবাজদের এদেশে ঠাই হবে না: গাইবান্ধায় ফয়জুল করীম
রানা ইস্কান্দার রহমান:
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে এদেশ লুট করেছে, খুন ও গুম করেছে,জুলুম করছে, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, গরীবের টাকা মেরে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, তাদের আর এ দেশে ঠাঁই হবে না। দেশের মাটিতে এই ফ্যাসিস্ট লুটেরাদের বিচার হবে ইনশাল্লাহ।
আজকে দেশের হাজারো গরীবের ত্রাণের চাল যাদের গুদামে পাওয়া যায়, গরীবের চাল যারা খাদ্য গুদামে বোঝাই করে রাখে। গরীবের হক যারা মেরে খায়, বাংলাদেশের মানুষ আর তাদের দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চায় না।’
ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়—তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ ক্ষমতায় আসতে পারবে না। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে এদেশে ইসলামী ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্টা করা সম্ভব। এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে।
গত ২৪ শে জুন মঙ্গলবার বিকেলে জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এই গনসমাবেশ  প্রধান অতিথির বক্তব্যতে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালেব মন্ডল( সাদা মৌলভী), সাধারন সম্পাদক খন্দকার শরীফ আহম্মেদ ফরহাদ সহ অনেকে ।
জনসভায় গাইবান্ধার ৫ টি আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রার্থীরা হলেন সদর ২ আসনে প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ, গাইবান্ধা ৩ আসনে মাওলানা আওলাদ ও গাইবান্ধা -৪ আসনে মোঃ মফিদুল ইসলাম তুহিন ।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here