মানিকগঞ্জের ঘিওরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

0
50

সৈয়দ এনামুল হুদা : মানিকগঞ্জের ঘিওরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার ঘিওর ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকসেদুর রহমান, আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহার, খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, সানজিদা রহমান ছন্দা, শিক্ষক আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন -ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সহসভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, সাংগঠনিক সম্পাদক মামুন ভূইয়া সহ আরও অনেকে। এসময় আফরোজা খানম রিতা বলেন, শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের নেতৃত্ব, দেশ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফল করলেই হবে না, তার মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here