আমরা যুক্তরাষ্ট্রের গালে চড় মেরেছি : খামেনি!

0
42

আলোকিত ডেস্ক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী দেশ ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ইসলামী রাষ্ট্র ইরানের হামলায় ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনি এসব দাবি করেন। খবর : আলজাজিরা।

তিনি আরো বলেন, ‘ইহুদিবাদী শাসন প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামী রাষ্ট্র ইরানের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল। ’ইরানকে বিজয়ী ঘোষণা করলেন খামেন “

এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও। ইরান-ইসরায়েলের এ সংঘাত শুরুর ১০ দিন পর ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল ‘দ্য মিডনাইট হ্যামার’। এর পরপরই ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here