এইচএসসি ও সমমানের ২০২৫ সালের পরীক্ষার প্রথম দিনেই একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের সামনে কাঁদতে থাকা এক নারী শিক্ষার্থীর ভিডিও ভাইরাল হয়েছে আজ, যিনি সকাল ১০টায় শুরু হওয়া বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসতে পারেননি তিনি, যদিও তিনি কেন্দ্রে হাজির হয়েছিলেন দুই ঘন্টা পর।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেকে শিক্ষার্থীটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্তৃপক্ষের মানবিক বিবেচনার আহ্বান জানিয়েছেন।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৫১ হাজার ১১১ জন বোর্ডের সংখ্যা: ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড।
আলোকিত প্রতিদিন/এপি