সোহেল রানা চৌধুরী:
গোয়ালন্দে ৩০(ত্রিশ) পুরিয়া হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজবাড়ী,শহীদ ওহাবপুর ইউপি গৌরীপুর গ্রামের আজাহার খানের ছেলে মো. বাবুল খান (৪২)।
পুলিশ সুত্রে জানা যায় ,অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. শিহাবুদ্দীন সংগীয় অফিসার ও ফোর্স সহ ২৬ জুন রাত ১০:৩০টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন মোহন মন্ডল হোন্ডা পার্কিং এর সামনে রাস্তার উপরথেকে মো. বাবলু খান কে উপরোক্ত আলামত সহ তাঁকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
নিয়মিত মামলার অজু করা হয়। শুক্রবার দুপুরেই গ্রেফতারকৃত আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম