আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

২৭ জুন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে।

- Advertisement -

তিনি আরও বলেন, এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাচ্ছি।

সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে যদি উন্নয়ন করতে না পারি, তাহলে জাতি এবং দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, এটা স্পষ্ট।

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির হাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে ফারুক বলেন, শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা বলতো, তারা শিক্ষার কথা বলতো না।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাবি বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তার প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম 

- Advertisement -
- Advertisement -