টাঙ্গাইলে সাংবাদিক উজ্জ্বলের উপর হামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শিহাব গ্রেপ্তার

0
549
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চাঞ্চল্যকর সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শিহাব কে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
টাঙ্গাইল পুলিশ সুপার এর দিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ  তানভীর আহাম্মেদ এর পরিচালনায় একটি অভিযানিক টিম এস আই, ফেন্সি বিশ্বাস জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২৫ জুন) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে টাঙ্গাইলের চাঞ্চল্যকর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি করটিয়ার কিশোর গ্যাং লিডার শিহাব গ্রুপের প্রধান  শিহাব (২৪)কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য,গত ৩ মে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খাকজানা গ্রামের ৬ বছরের শিশু ধর্ষনের সাংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর করটিয়ার কিশোর গ্যাং এর লিডার সিহাবের নেতৃত্বে গ্যাংকের ১৫/২০ জন সন্ত্রাসী মিলে  হামলা চালায়।
পরে টাঙ্গাইল সদর থানায় কিশোর গ্যাং লিডার শিহাবসহ ৫ জন ও ১০/১২ জন কে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়।
একটি শিশু ধর্ষনের তথ্য নিতে গেলেই সাংবাদিকের উপরর হামলা ধর্ষক আটকে রেখে টাকার বিনিময়ে মিট করার চেষ্টা এসব ঘটনা নিয়ে স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায়  সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের অবস্থা সৃষ্টি হয়ে দাবী উঠে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির। এনিয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এদিকে আসামীর প্রকাশে গুরে বেড়ায় পুলিশ কোনো এক অজ্ঞাত কারনে আসামিদের না ধরায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সহ এলাকাবাসী হতাশায় পরে যায়।
অবশেষে পুলিশ সুপারের কঠোর দিক নির্দেশনায় এই কিশোর গ্যাং লিডার  সিহাব (২৪) কে গ্রেফতার করায় কিছুটা সস্থি ফিরে পেয়েছে এলাকাবাসী।
তাদের দাবি এই আসামিকে রিমান্ডে নিলে কেন সাংবাদিকের উপর হামলা করেছিল এর পিছনে কারা রয়েছে তার সত্যতা বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে কিশোর গ্যাং যারা পরিচালনা করছে তাদের নামের সাথে সেই সব গডফাদারদের নাম।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলা কারি এক নাম্বার আসামি শিহাব(২৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here