মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তবাদী কৃষকদল নবীনগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ২১ টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের সম্মেলন করার লক্ষ্য প্রস্ততি সভা আজ (২৮/৬/২৫) উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক জুরু মিয়ার সভাপতিত্বে ও আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক- এম. মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. এনায়েত উল্লাহ খোকন। উক্ত সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব- মো. জিল্লুর রহমান।
বিশেষ বক্তা হিসেব উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্মা যুগ্ম আহ্বায়ক মো.আল আমিন, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক- মো. আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রতনপুর ইউনিয়ন থেকে আবুল বাশার, রছুল্লাবাদ ইউনিয়ন থেকে সাদ্দাম হোসেন, লাউর-ফতেহপুর ইউনিয়ন থেকে বোরহান উদ্দিন, সাতমোড়া ইউনিয়ন থেকে আবুল বাশার, ইব্রাহিমপুর ইউনিয়ন থেকে মো. নূরু মিয়া, বড়িকান্দি ইউনিয়ন থেকে মো. সাফুল ইসলাম, শ্যামগ্রাম ইউনিয়ন থেকে আজিজুল হক কাজল, বীরগাঁও ইউনিয়ন থেকে আমজাদ হোসেন মেম্বার, নবীনগর (পূর্ব) ইউনিয়ন থেকে মো. বিল্লাল হোসেন, বড়াইল ইউনিয়নের পক্ষে মোহাম্মদ আলী, নাটঘর ইউনিয়নের পক্ষে আবু কালাম, বিদ্যাকুট ইউনিয়নের পক্ষে আবুল হোসেন, কাইতলা (উ.) ইউনিয়নের পক্ষে হামিদুল হক হামদু মুন্সি, ৩ নং ওয়ার্ডের পক্ষে মো. আক্তার হেসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। বক্তারা বলেন- আগষ্টের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্তকারীরা চক্রান্ত করছে, সে দিকে নজর রাখতে হবে। আমরা আসন্ন উপজেলা দ্বি-বার্ষিক সন্মেলন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করে নবীনগরে উদাহরণ সৃষ্টি করব। আসন্ন সন্মেলনে কৃষকদলের যে কোন কর্মী সমর্থক অংশগ্রহণ করতে পারবে, কিন্ত কোন আওয়ামী দোষর যেন দলে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান শেষে সবুজ বিপ্লবের অংশ হিসেবে প্রধান অতিথি এম. মামুন অর রশিদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাছের চারা রোপন করে কৃষকদলের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন করেন।
আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম