হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায়  আইএইএ’র পরিদর্শন ঠেকানোর ইঙ্গিত ইরানের

0
36
হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায়  আইএইএ’র পরিদর্শন ঠেকানোর ইঙ্গিত ইরানের
হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায়  আইএইএ’র পরিদর্শন ঠেকানোর ইঙ্গিত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইঙ্গিত দিয়েছেন যে, তেহরান যে কোনও অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। ২৭ জুন শুক্রবার  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পোস্টে তিনি বলেন, ‘(আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি’র) তথাকথিত সুরক্ষা চুক্তির অজুহাতে বোমাবর্ষণের শিকার স্থাপনাগুলো পরিদর্শনের ওপর যে জোর তিনি দিচ্ছেন, তা অর্থহীন এবং সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিত।’

আরাঘচি আরও বলেন, ‘ইরান তার স্বার্থ, জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’

আইএইএ এক বিবৃতিতে আগেই জানায়, ‘(গ্রোসি) ইরানে আইএইএ পরিদর্শকদের যাচাই-বাছাই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যেটা সংস্থার সঙ্গে ইরানের স্বাক্ষরিত বিস্তৃত সুরক্ষা চুক্তির আওতায় বাধ্যতামূলক।’

বুধবার ইরানের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করেছে, যাতে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদক্ষেপ আসে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বিমানযুদ্ধের পর, যেখানে ইসরায়েল দাবি করে যে তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে চায়। এরপর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here