মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর এক মাসেও খোঁজ নেয়নি পরিবার

0
41
মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর এক মাসেও খোঁজ নেয়নি পরিবার
মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর এক মাসেও খোঁজ নেয়নি পরিবার
মো: মহিদ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে রাস্তার পাশে ফেলে যাওয়া অজ্ঞাতনামা(৭০) এক নারীর গত এক মাসেও পরিচয় সনাক্ত হয়নি। খোঁজ নেয়নি পরিবারের লোকজন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে জয়মন্টপ ইউনিয়নের সুবার্তা ট্রাস্টের খানবানিয়ারা প্রবীন সেবা কেন্দ্রে রাখা হয়েছে। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে  সোমবার(৩০ জুন) দুপুরে সিংগাইর প্রেসক্লাবকে বিষয়টি অবগত করা হয়। ওই পত্র থেকে জানাযায়,গত ৩০ মে রাত পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পশ্চিম পাশে রাস্তায় বৃষ্টির মধ্যে ফেলে যাওয়া কাঁদা- পানিতে পড়ে ছিল ওই নারী। পরে পথচারীর সিংগাইর থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে এ সংক্রান্তে থানায় একটি সাধারন ডায়েরি করা হয় যার নং-১৭১। উদ্ধারকৃত নারী কথা বলতে না পারায় দীর্ঘ এক মাসেও তার পরিচয় সনাক্ত হয়নি। কে বা কারা ওই নারীকে ফেলা রেখে যায় তাও জানা যায়নি। সুবার্তা ট্রাস্টের সাধারন সম্পাদক শেলীনা আক্তার জানান,ধর্মীয়গ্রস্থ দিয়ে যাচাই ও আচরণ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হিন্দু ধর্মাবলম্বী। আমরা তাকে সাধ্যমত চিকিৎসা সেবা, ভরণপোষনসহ  যাবতীয় দায়িত্ব পালন করে আসছি। তার পরিবারে কেউ আছে কিনা সেটা  সনাক্ত হওয়া জরুরি বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here