জাতীয় প্রেসক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর

0
34

প্রেস বিজ্ঞপ্তি-

বার্তা প্রেরক শাহীন চৌধুরী সম্পাদক কবিতাপত্র

আজ ৩০-০৬-২৫ ইং তারিখে প্রেসক্লাবে নিয়মিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

জাতীয় কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরী। শুরুতে বাংলা কবিতায় বর্ষা” শীষেক আলোচনা করেন কবি শামীমা চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৭০-এ০ দশকের কবি নাজমুল হাসান, তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টাালিন, ৮০-র দশকের কবি ড. সৈয়দ রনো। কবিতা পাঠ করেন কবি কামার ফরিদ, কবি তাবিদ রহমান, কবি বজলুর বায়হান, কবি মোজাফফর বাবু। কবি আদুল মজিদ, কবি লিলি হক, কবি আব্দুল মান্নান, কবি মিলিহক, কবি আর্শিক খন্দকার, কবি বজলুর বায়হান, কবি আতিকুল ইসলাম, কবি ইলা ইয়াসমীন, কবি শহীদুল জয়, কবি আতিকুজ্জামান খান, কবি সালাম জোবায়ের, কবি রি-হোসাইন, কবি চাঁনমিয়া বসু, কবি নূরুল ইসলাম খোকন, কবি লিলি শেঠ, কবি হাসান কামরুল, কবি তাসকিনা ইয়াসমীন, কবি প্রসপারিনা সরকার, কবি কামরুজ্জামান কায়েম, কবি তৌফিকুল তন্ময়, কবি কায়সার , কবি রায়হান তাপস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here