শিবালয়ে ছাত্রদলের সহায়তায় প্রবেশপত্র পেয়ে পরিক্ষা দেয় এইচএসসি পরিক্ষার্থী মুন্না

0
102
শিবালয়ে ছাত্রদলের সহায়তায় প্রবেশপত্র পেয়ে পরিক্ষা দেয় এইচএসসি পরিক্ষার্থী মুন্না
শিবালয়ে ছাত্রদলের সহায়তায় প্রবেশপত্র পেয়ে পরিক্ষা দেয় এইচএসসি পরিক্ষার্থী মুন্না

ইমরান নাজির,আঞ্চলিক প্রতিনিধি (মানিকগঞ্জ):

শিবালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের সহায়তায় দ্রুত প্রবেশপত্র হাতে পেয়ে এইএসসি পরিক্ষার্থী মো: মুন্না শেখ অবশেষে কেন্দ্রে প্রবেশ করে। ১ জুলাই মঙ্গলবার  শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজি ১ম বিষয়ে পরিক্ষার দিন এ ঘটনা ঘটে। স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থী মুন্না শেখ ভূলে প্রবেশ পত্র নিয়ে কেন্দ্রে না আসায় এ বিপত্তি ঘটে। শিক্ষার্থীরা জানায়, গত বছর এইএসসি পরিক্ষায় ইংরেজিতে অকৃতকার্য শিক্ষার্থী মো: মুন্না শেখ পুরনো প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে আসে। পরিক্ষা শুরুর পূর্ব মুহুর্তে নতুন প্রবেশপত্র না আনার কথা মনে হলে নিরুপায় মুন্না ঘটনা স্থানীয় কয়েক শিক্ষার্থী এবং ছাত্রদল নেতৃবৃন্দকে জানায়। এ সময কলেজ কেন্দ্রে প্রবেশ গেটে তারেক রহমানের নির্দেশে পরিক্ষর্থীদের মাঝে করোনা সচেতনতায় মাক্স, খাবার পানি-স্যালাইন, কলম ইত্যাদি বিতরণ চলছিল। উপস্থিত নেতৃবৃন্দ প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রী কলেজ অফিস থেকে মুন্নার প্রবেশপত্র আনার জন্য মোটরসাইকেলযোগে লোক পাঠায়। পরিক্ষা শুরুর প্রায় ৫ মিনিট পর মুন্না কেন্দ্রে প্রবেশ করে পরিক্ষায় অংশ নেন। শিক্ষার্থী মুন্না শেখ জানান, ভূলক্রমে নতুন প্রবেশপত্র না এনে কেন্দ্রে আসি। ঘটনা জানার পর স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ মহাদেবপুর কলেজ থেকে প্রবেশপত্র এনে দেয়ায় ৫ মিনিট পর কেন্দ্রে ঢুকে পরিক্ষা দিতে সক্ষম হই। এতে ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সদরউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি মো: রবিন খান জানান, তারেক রহমানের নির্দেশে সদরউদ্দিন কলেজ কেন্দ্রে প্রায় এক হাজার পরিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপকরন বিতরণ চলছি। কলেজ কেন্দ্রের গেটে উপস্থিত শিক্ষার্থী মুন্না শেখ তার প্রবেশপত্র না আনার কথা জানালে নেতৃবৃন্দ দ্রুত তার প্রবেশপত্র আনার ব্যবস্থা করে।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here